ফরিদগঞ্জে সাব-রেজিস্টারের বিদায় অনুষ্ঠান

আ. ছোবহান লিটন
ফরিদগঞ্জ উপজেলার সাব রেজিস্টার মো. মফিজুল ইসলাম এর বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান গতকাল রোববার দুপুর ২টায় দলিল লেখক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক আ. কাদের পাটওয়ারী তার বক্তব্যে বলেন, আমরা সব দলিল লেখকদের অভিবাবক ছিলেন সাব রেজিস্টার মো. মফিজুল ইসলাম। হঠাৎ আমাদের সাব রেজিস্টারের বদলি আমরা লেখকরা স্বাভাবিকভাবে মেনে নিতে পারছি না। তারপরও আমাদের ইচ্ছার বিরুদ্ধে বিদায় দিতে হচ্ছে। তবে আমরা একজন সৎ ও যোগ্য অভিবাবককে হারিয়েছি। আমি সব লেখকদের পক্ষ থেকে বিগত দিনের কর্মযোগ্যে যদি আমরা কোন ভুলত্রুটি করে থাকি বা কোন কারণে আপনার মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আপনার নিজ গুণে আমাদের ক্ষমা করে দিবেন। আপনার ভবিষ্যৎ জীবন সুখী ও সুন্দর হোক এই কামনা করি।
অনুষ্ঠানে দলিল লেখক সমিতির সভাপতি আ. লতিফ মিয়ার সভাপতিত্বে ও অফিস সহকারী আ. আউয়ালের পরিচালনায় বক্তব্য রাখেন নকলনবিস মো. শাহ আলম, সমিতির কোষাধ্যক্ষ মো. মোনায়েম খান, সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন গাজী, দলিল লেখক আ. ছোবহান লিটন, মো. ছালাউদ্দিন প্রমুখ।
অফিস সূত্রে জানা যায়, সাব রেজিস্টার মো. মফিজুল ইসলাম বর্তমানে যোগদান করছেন গজারিয়া থানা সাব রেজিস্ট্রি অফিসে। ফরিদগঞ্জে যোগদান করছেন মিরশরাই সাব রেজিস্ট্রি অফিস থেকে মো. লুৎফুর রহমান।