ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ উপজেলার ৪ ভ্যানুতে ৪৮তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা শেষে উপজেলা পর্যায়ে চুড়ান্ত প্রতিযোগিতা গতকাল বুধবার সরকারী এ আর পাইলট মডেল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিনের সভাপত্বিতে এবং শিক্ষক মাহবুব আলম সোহাগের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম কাজল, ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, জেলা পরিষদের সদস্য মাধ্যমিক শিক্ষা অফিসার, শাহ আলী রেজা আশরাফি, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মিজানুর রহমান, সাইফুল ইসলাম রিপন, একাডেমীক সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমান প্রমুখ।
পরে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
১২ সেপ্টেম্বর, ২০১৯।