ফরিদগঞ্জে ১২ জুয়াড়ির ভ্রাম্যমাণ আদালতে জরিমানা


আইপিএল নিয়ে জুয়া

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে ইন্ডিয়ান প্রিমিয়াম লীগ (আইপিএল) নিয়ে জুয়া খেলার অপরাধে ১২ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদলতে হাজির করা হলে তাদের প্রত্যেককে জরিমানা করা হয়। গত রোববার রাত সাড়ে ১০টার সময় উপজেলার কৃষ্ণপুর গ্রামের কবির হোসেনের চায়ের দোকানের সামনে থেকে তাদের আটক করে ফরিদগঞ্জ থানা পুলিশ।
আটকরা হলো- কৃষ্ণপুর গ্রামের শফিকুর রহমানের ছেলে সুমন হোসেন (১৯), কামাল হোসেনের ছেলে মিরাজ (১৮), নুরুল ইসলামের ছেলে রাজু (১৮), মৃত আ: রশিদের ছেলে স্বপন (৩৫), ছফিউল্লাহর ছেলে মিশন (২২), সকদি রামপুর গ্রামের আবুল বাশারের ছেলে নোমান (২২), মৃত ছলেমানের ছেলে হীমন (১৯), মোস্তফা কামালের ছেলে শামীম (২০), বিল্লাল হোসেনের ছেলে টিটু (২২), নুরুল ইসলামের ছেলে এমদাম (৩০), আ. মান্নানের ছেলে সাদ্দাম (২২) ও ইব্রাহিম মিয়ার ছেলে মোহন (২৪)।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুর রকিব জানান, দীর্ঘদিন থেকেই ফরিদগঞ্জে খেলা নিয়ে জুয়া চলছে। গত রোববার গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে হাতে নাতে আটক করা হয়। পরে গতকাল সোমবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী আফরোজের ভ্রাম্যমাণ আদালতে হাজির হয়ে তারা দোষ স্বীকার করলেও আদালত প্রত্যেককে ৫ শ’ টাকা করে জরিমানা করে।