ফরিদগঞ্জে ২৩ জন রোগীর মাঝে সাড়ে ১১ লাখ টাকার চেক বিতরণ

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে ক্যান্সার, কিডনী, লিভারসিরোসিস, স্ট্রোক-প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ২৩ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকা হারে সাড়ে ১১ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মোহাম্মদ জাহিদুল ইসলাম রোমান এই চেক বিতরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি, উপজেলা সমাজসেবা অফিসার শাহাদাত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান তছলিম আহমেদ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশীদ পাঠান, নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবতী ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফরিদগঞ্জ শাখার সভাপতি নারায়ন রবিদাস প্রমুখ।
১৩ সেপ্টেম্বর, ২০২০।