ফরিদগঞ্জে ৫ বছরের সাজাপ্রাপ্ত দুই সহোদর আটক


নারায়ন রবিদাস
ফরিদগঞ্জে পুলিশ মো. রুবেল (২৭) ও মো. জসিম (৩০) নামে ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি দুই সহোদরকে আটক করেছে। গত শুক্রবার ভোরে উপজেলার নয়াহাট এলাকা থেকে তাদের আটকের পর ঐদিন দুপুরে তাদের চাঁদপুর আদালতে প্রেরণ করে পুলিশ। আটকরা নয়াহাট গ্রামের আব্দুল লতিফের ছেলে।
পুলিশ জানায়, একটি জিআর (মামলা নং ৪১২/১১) মামলার আসামি ছিল দুই সহোদর মো. রুবেল ও মো. জসিম। তাদের বিরুদ্ধে আদালত ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের রায় প্রদান করেছে। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে ফরিদগঞ্জ থানার এএসআই সুমন মজুমদার গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে নয়াহাট এলাকা থেকে তাদের আটক করে। পরে ঐদিন দুপুরে তাদের চাঁদপুর আদালতে প্রেরণ করে পুলিশ।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রকিব আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

০৬ অক্টোবর, ২০১৯।