ফরিদগঞ্জ ব্যুরো :
ফরিদগঞ্জে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের শিকার হয়েছে। স্থানীয় জনতা ধর্ষক নুরুল ইসলামকে আটক করে ও গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। উপজেলার সন্তোষপুর গ্রামে গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে শিশুটির মা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ শিশুটিকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠায়। বর্তমানে শিশুটি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শিশুটির মা জানায়, সন্তোষপুর গ্রামের জমাদার বাড়ির মাছের ঘেরের (দিঘী) পাহারাদার হিসেবে কাজ করে আদশা গ্রামের হাজি বাড়ির মৃত ছলেমান হাজির ছেলে নুরুল ইসলাম। সোমবার সকালে সে আমার (নার্সারির ছাত্রী) মেয়েকে ফুসলিয়ে দিঘীর পাশে তার থাকার টং ঘরে ডেকে নিয়ে যায়। এসময় তাকে ধর্ষণ করার সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে হাতেনাতে আটক করে। এলাকাবাসী পুলিশকে সংবাদ দিলে পুলিশ নুরুল ইসলাম গ্রেফতার করে নিয়ে যায়। বর্তমানে আমার মেয়ে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহআলম ধর্ষক নুরুল ইসলামকে গ্রেফতার ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
- Home
- জেলা সংবাদ
- ফরিদগঞ্জে ৭ বছরের শিশু ধর্ষণ