ফরিদগঞ্জ আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘মাদক নিরাময়ে সমাজের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে সোমবার (২২ মার্চ) সকালে আয়োজিত অনুষ্ঠানে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়, শিক্ষা উপকরণ বিতরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখতে হলে সামাজিক সংগঠনগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। এজন্য জনকল্যাণমূলক কাজে নিয়োজিত সামাজিক সংগঠনগুলোকে সামনে এগিয়ে নিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। বর্তমান তরুণ সমাজ মাদকসহ নানা বিভিন্ন অপরাধমূলক কাজ থেকে ফিরিয়ে আনতে হবে। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে না পারলে, দেশ ভবিষ্যতে নেতৃত্ব সংকটে পড়বে। তরুণদের আদর্শ জাতি গঠন করতে হলে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের মতো সামাজিক সংগঠনের প্রয়োজন রয়েছে।
বক্তারা আরো বলেন, ভবিষ্যত প্রজন্মের জন্য ফরিদগঞ্জে একটি সুন্দর পরিবেশ প্রতিষ্ঠা করতে হবে। এজন্য প্রয়োজন অসাম্প্রদায়িক ও সামাজিক দায়িত্বসম্পন্ন তরুণ সমাজ। এজন্য সকলকে এক সাথে কাজ করতে হবে।
উল্লেখ্য, উপজেলার খাজুরিয়া গ্রামে উৎসাহী কিছু তরুণ আজ থেকে ১ বছর আগে সমাজসেবার লক্ষ্যে অরাজনৈতিক সংগঠন আইডিয়াল সমাজসেবা ফাউন্ডিশন প্রতিষ্ঠা করে। এ সংগঠনে প্রতিষ্ঠার পর থেকে গরিব ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, করোনাকালীন সময়ে মাস্ক বিতরণ, কোভিড মোকাবেলায় হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, অসহায়দের ঘরে ত্রাণ সরবরাহ সহ আরো বেশ কিছু সমাজসেবামূলক কর্মকাণ্ডে প্রশংসনীয় ভূমিক রেখেছে। সমাজের সচেতন ও বিত্তবানরা এ সংগঠনের পাশে দাঁড়ালে এ সংগঠনের মহৎ কার্যক্রম আরো গতিশীল হবে।
খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহাজান মিয়ার সভাপতিত্বে এবং আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক পারভেজ মোশারফের পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানার সাব ইন্সপেক্টর মো. আনোয়ার হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আবদুস ছোবহান লিটন, সাংবাদিক বিল্লাল ঢালী, খাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিয়া বেগম, ইউপি সদস্য শাহ আলম কিরনসহ সংগঠনের নেতৃবৃন্দ।
২৩ মার্চ, ২০২১।