ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আলী আফরোজের সরকারি মুঠো ফোন নম্বরটি আবারো ক্লোনিংয়ের শিকার হয়েছে।
গতকাল সোমবার বিকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা তার ফেসবুকের টাইমলাইনে একটি লেখায় তিনি জানান, তিনি সোমবার থেকে দুই দিনের ট্রেনিংয়ের জন্য ঢাকায় অবস্থান করছেন। এমনকি সহকারী কমিশনার (ভূমি) ও প্রশিক্ষণের কারণে উপজেলায় অনুপস্থিত। তাই ফরিদগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্বে রয়েছেন চাঁদপুর সদর উপজেলার ইউএনও কানিজ ফাতেমা। কিন্তু সোমবার দিনও ইউএনও ফরিদগঞ্জের সরকারি মুঠোফোন নম্বর ক্লোনিং করে ফোন দেয়া শুরু করে দুষ্টচক্র। এরই একটি ফোন চলে আসে উপজেলা সমাজসেবা কর্মকর্তার কাছে। কিন্তু সমাজসেবা কর্মকর্তা ইউএনও সাথে প্রশিক্ষণে থাকার কারণে বিষয়টি ধরা পড়ে।
উল্লেখ্য, ইতোপূর্বেও এই ধরনের আরো বেশ কয়েকটি ঘটনা ঘটে।
