ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সেক্রেটারীর মৃত্যুবার্ষিকী পালন


ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. জয়নাল আবেদীনের গত ১৭ আগস্ট মৃত্যুবার্ষিকী পালন করা হয়।
মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে গত শুক্রবার উপজেলা বিএনপি ও পরিবারের সদস্যরা তার গ্রামের বাড়ি বড়ালী ও পৌর এলাকার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করে। শনিবার উপজেলা বিএনপির উদ্যোগে পৌর এলাকার চতুরা জামে মসজিদ, সাবেক মেয়র মঞ্জিল হোসেনের আয়োজনে পৌর বাসস্ট্যান্ড জামে মসজিদে বিশেষ দোয়া ও আলোচনা সভার আয়োজন করে। এতে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

২০ আগস্ট, ২০১৯।