ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূনঃনির্মাণ কাজের উদ্বোধন

জনসাধারণকে যেন চিকিৎসা সেবা পেতে শহরে ছুটতে না হয়
…… মুহম্মদ শফিকুর রহমান এমপি

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের পূনঃনির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ফলক উন্মোচন ও ফিতা কেটে এর উদ্বোধন করেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান রহমান।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আর্ত মানবতার সেবা দানের জন্য চিকিৎসা একটি মহৎ পেশা। করোনাকালে আমরা দেখেছি কিভাবে আমাদের চিকিৎসা পেশার সাথে জড়িতরা নিজের জীবন বাজি রেখে মানুষের পাশে দাঁড়িয়েছেন। আশা করছি করোনা থাকুক আর না থাকুক তাদের সেবা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাবে। উপজেলার জনসাধারণকে যেন চিকিৎসা সেবা পেতে শহরে ছুটতে না হয়। অন্তত ঢাকা পাড়ি দেয়ার আগেই যেন তারা স্বাস্থ্যসেবা পান, সে লক্ষ্যেই আমি কাজ করার চেষ্টা করছি। তাছাড়া আমরা প্রসূতিদের স্বাস্থ্যসেবায় বিশেষ নজর দিতে সেবার পরিমাণ ও মান বৃদ্ধিতেও কাজ করছি। সব শ্রেণি-পেশার মানুষকে সঠিক সেবা নিশ্চিত করে স্বাস্থ্য সেবাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। গরিব অসহায় রোগীদের সেবার মাধ্যমে স্বাস্থ্য খাতের উন্নয়ন মানুষের হৃদয়ে পৌঁছে দিতে হবে।
স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফ চৌধুরীর সভাপতিত্বে ও আবাসিক মেডিকেল অফিসার ডা. কামরুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাখাওয়াত উল্লাহ, স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জাকিয়া সুলতানা, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার।
এছাড়া বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হেলথ প্রোপাইটর এসোসিয়েশনের কামরুল হাসান বাবলু, গোবিন্দপুর উত্তর ইউপির চেয়ারম্যান সোহেল চৌধুরী, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা কমিনিউটি পুলিশিংয়ের সভাপতি হেলাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বাহাউদ্দিন বাহার, আওয়ামী লীগ নেতা জি এম তাবাচ্চুমসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা।
এরপর সংসদ সদস্য ১৬ কোটি ৭৩ লাখ ৬৫ হাজার ১৪৮ টাকা ব্যয়ে ফরিদগঞ্জ জিসি-রূপসা জিসি সড়ক উন্নয়ন ও সুবিদপুর পূর্ব ইউনিয়ন থেকে বাসারা বাজার ভায়া মুন্সিরহাট বাজার উন্নয়ন সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) রাফিউল ইসলাম এবং ঠিকাদার ও আওয়ামী লীগ নেতা আমির আজম রেজা।
২৪ ফেব্রুয়ারি, ২০২১।