ফরিদগঞ্জ দক্ষিণ ইউপি’র চেয়ারম্যান লতিফ পন্ডিতের ইন্তেকাল


ফরিদগঞ্জ ব্যুরো
দীর্ঘদিন রোগাক্রান্ত থাকার পরেও প্রায় শত বছর বয়সে এসেও টানা ১৫ বছর জনপ্রতিনিধি হয়ে মানুষের সেবা করে আসছিলেন ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আব্দুল লতিফ পন্ডিত। তিনি গত ৯ মে রাত সাড়ে ১০টায় বার্ধক্যজনিত কারণে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯৫ বছর। তিনি তার স্ত্রী, ৩ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।
২০০৩ সালের সেপ্টেম্বর মাসে ওই ইউনিয়নের সর্বশেষ নির্বাচনে নির্বাচিত হয়ে আ. লতিফ প-িত গত প্রায় টানা ১৫ বছর যাবত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার মৃত্যুতে পুরো ফরিদগঞ্জব্যাপী শোকের ছায়া নেমে আসে। তিনি দীর্ঘদিন ফরিদগঞ্জ দলিল লিখক সমিতির সভাপতি ও আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।
গত শুক্রবার বাদজুমা কালির বাজার কলেজ মাঠে মরহুম লতিফ পন্ডিতের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত থেকে তার বর্ণাঢ্য জীবন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, উপজেলা নির্বাহী অফিসার মো. আলী আফরোজসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ। পরে তার বাড়িতে দ্বিতীয় দফা জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
ইউপি চেয়ারম্যান লতিফ পন্ডিতের মৃত্যুতে শোক প্রকাশ করেন স্থানীয় সংসদ সদস্য মুহাম্মদ শফিকুর রহমান, সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, সাবেক চেয়ারম্যান আবু সাহেদ সরকার, উপজেলা নির্বাহী অফিসার মো. আলী আফরোজ, উপজেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, ফরিদগঞ্জ প্রেসক্লাব, ইউপি চেয়ারম্যানবৃন্দ, দলিল লিখক সমিতিসহ বিভিন্ন সামাজিক সংগঠন।