ফরিদগঞ্জ-ধানুয়া-গাজীপুর সেতুর ভিত্তিপ্রস্তর

সেতুটি নির্মিত হলে অর্ধ লক্ষাধিক মানুষ উপকৃত হবে : শামছুল হক ভূঁইয়া

ফরিদগঞ্জ ব্যুরো:
বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি বলেছেন, গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়াবাসী ও পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজীপুরবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন ডাকাতিয়া নদীর উপর সেতু নির্মাণের কাজ শেষ হলে এ অঞ্চলের অর্ধ লক্ষাধিক মানুষের দুর্ভোগ লাঘব হবে। তিনি বলেন, শুধু সেতু নয়, আগামি ৬ মাসের মধ্যে ফরিদগঞ্জ উপজেলায় ভাঙ্গাচোরা সব রাস্তা নতুন রূপে ফুটে উঠবে। এছাড়া নতুন করে সড়ক নির্মাণের কাজও চলমান রয়েছেই।
তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার জনগণের সরকার। সারাদেশের আজ উন্নয়নের জোয়ার বইছে। শহর থেকে গ্রাম প্রতিটি অঞ্চলে সমানতালে এ ধারা বহমান।
৯৯ মিটার দীর্ঘ কোটি টাকা ব্যয়ে গতকাল সোমবার বিকেলে গাজীপুর বাজারে ডাকাতিয়া নদীর পাড়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।
পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাওকত আলীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, চাঁদপুর জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী এম মজিবুর রহমান।
আওয়ামী লীগ নেতা মাইনউদ্দিন পাটওয়ারীর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং গোবিন্দপুর উত্তর ও পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবন্দ।