স্টাফ রিপোর্টার
ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মাহফুজুল হক বলেছেন, জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসাবে পৌর নির্বাচনে জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে। নির্বাচিত হওয়ার পর থেকেই আমি জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করি। ইতোমধ্যে পৌরসভায় অনেক নতুন রাস্তা পাকাকরণ ও ভাঙা রাস্তা-ঘাট মেরামত করা হয়েছে। পানি নিষ্কাশনের জন্যে নির্মাণ করা হয়েছে একাধিক কালভার্ট। সুপেয় পানির সুবিধা নিশ্চিত করতে স্থাপন করা হয়েছে গভীর নলকূপ। এছাড়া যথাযথভাবে বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার কার্ড দেয়া হচ্ছে। পৌরসভার সব নাগরিকের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে চেষ্টা করছি।
তিনি অভিযোগ করে বলেন, একটি মহল পৌরসভার এই উন্নয়ন কাজে ঈর্ষান্বিত হয়ে আমার বিরোধীতা শুরু করে। আল্লাহর রহমতে সব বাঁধা পেরিয়ে এখন পৌরসভার উন্নয়ন কাজ এগিয়ে চলছে। যত দ্রুত সম্ভব ফায়ার সার্ভিস স্টেশন ও পৌরসভার ভবনসহ অন্যান্য অবকাঠামো নির্মাণে জমি অধিগ্রহণ সম্পন্ন হবে।
গতকাল বুধবার দুপুরে পৌরসভার ৬নং ওয়ার্ডের সাফুয়া খান বাড়ির সামনে বক্স কালভার্ট নির্মাণ কাজের উদ্বোধনকালে পৌর মেয়র মাহফুজুল হক এসব কথা বলেন।
এছাড়া তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমানকে বিপুল ভোটে নির্বাচিত করায় পৌরবাসীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
