নবী নোমন
অবশেষে ফরিদগঞ্জ পৌরসভা ‘খ’ শ্রেণি থেকে ‘ক’ শ্রেণিতে উন্নীত হলো। সোমবার (৩ জানুয়ারি) স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখার ৮১১নং স্মারকমূলে জারিকৃত পরিপত্র মোতাবেক সরকার ফরিদগঞ্জ পৌরসভাকে ‘খ’ শ্রেণি থেকে ‘ক’ শ্রেণিতে উন্নীত করেছে মর্মে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে মর্মে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপ-সচিব ফারজানা মান্নান। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের মন্ত্রী ও সচিবের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন পৌর মেয়র যুদ্ধাহত মুক্তিযোদ্ধ আবুল খায়ের পাটওয়ারী।
পৌর সূত্রে জানা যায়, এরআগে সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেনে মঞ্জিল নেতৃত্বাধীনকালীন ফরিদগঞ্জ পৌরসভা ‘গ’ শ্রেণি থেকে ‘খ’ শ্রেণিতে উন্নীত করার জন্য মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করেন। পরবর্তীতে মাহফুজুল হক পৌর মেয়র নির্বাচিত হওয়ার পর ফরিদগঞ্জ পৌরসভা ‘গ’ শ্রেণি থেকে ‘খ’ শ্রেণিতে উন্নিত হওয়ার প্রজ্ঞাপন জারি করা হয়।
আর বর্তমান পৌর মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর মেয়র নির্বাচিত হওয়ার পর তার নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক ফরিদগঞ্জ পৌরসভাকে ‘খ’ শ্রেণি থেকে ‘ক’ শ্রেণি উত্তীর্ণ করার কাছে লেগে যান। তার আমলেই মন্ত্রনালয়ে এই নিয়ে ব্যাপক চিঠি চালাচালি ও ‘ক’ শ্রেণির ক্রাইটেরিয়া পুরো স্বাপেক্ষে অবশেষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এই আদেশ পান।
এ বিষয়ে ফরিদগঞ্জ পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী জানান, আমি অত্যন্ত খুশি। এটি আমার নির্বাচনী ওয়াদা ছিলো। আমি তা করতে পেরেছি। আমি এই বয়সে বহুবার মন্ত্রণালয়ে দৌড়াদৌঁড়ি করেছি। যারা এই কাজে সহযোগিতা করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। সেইসাথে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব ও সংশ্লিষ্ট বিভাগের সব কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞ।
০৪ জানুয়ারি, ২০২২।
