ফরিদগঞ্জ ব্যুরো
গতকাল শনিবার ফরিদগঞ্জ পৌরসভা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে। ফাইনালে বঙ্গবন্ধু গোল্ডকাপে ফরিদগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে ফরিদগঞ্জ বালিকা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় পৌরসভার চ্যাম্পিয়ন এবং বঙ্গমাতা গোল্ডকাপে কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে ফরিদগঞ্জ বালিকা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মাহফুজুল হক। তিনি বলেন, পৃথিবীর সবচেয়ে বড় টুর্নামেন্ট হলো বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গেল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। আজকের আমাদের নারী ফুটবল দল দেশের সম্মান বয়ে আনছে, তারা সবাইই বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে বেরিয়ে এসেছে। এছাড়া এই টুর্নামেন্টের মাধ্যমে আমাদের আরো একটি লক্ষমাত্রা অর্জিত হচ্ছে, তা হলো সমাজকে অপরাধমুক্ত করা।
আলোচনা সভায় সহকারী উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মোতালেবের সভাপতিত্বে এবং শিক্ষক আ. কাদেরের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান, সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সাংবাদিক আবুল হাসানাত, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার, সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন প্রমুখ। পরে অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিতদের মধ্যে ট্রফি তুলে দেন।
৩০ জুন, ২০১৯।