ফরিদগঞ্জ ব্যুরো :
ফরিদগঞ্জ প্রেসক্লাব পরিদর্শনকালে সন্তুষ্টি প্রকাশ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাড. মো. ফজলে রাব্বী মিয়া। তিনি গতকাল রোববার সন্ধ্যায় ফরিদগঞ্জের মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে ফরিদগঞ্জ প্রেসক্লাবের চা চক্রে অংশগ্রহণ করেন। তিনি প্রেসক্লাবের উপস্থিত হলে প্রেসক্লাব সভাপতি নুরুন্নবী নোমান ও সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী ডেপুটি স্পিকারসহ অন্যান্য অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় ডেপুটি স্পিকার অ্যাড. মো. ফজলে রাব্বী মিয়া বলেন, একটি উপজেলা পর্যায়ের প্রেসক্লাব এত সুন্দর ও পরিচ্ছন্ন আমি দেখিনি। তিনি সংবাদকর্মীদের প্রশংসা করে বলেন, প্রেসক্লাবের আতিথেয়তায় আমি মুগ্ধ। আশা করছি প্রেসক্লাবের সংবাদকর্মীরা তাদের লেখনির মাধ্যমে দেশ ও জাতির উন্নয়ন ঘটাবেন। কারণ দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাওয়ার এই ধারাকে আরো গতিশীল করতে সংবাদকর্মীদের কলমের শক্তি প্রয়োজন।
পরে অতিথিবৃন্দ চা চক্রে অংশ নেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল, পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহাম্মদ, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, ছাত্রলীগের কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি তাইজুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু, উপজেলা নির্বাহী অফিসার এএইচএম মাহফুজুর রহমান প্রমুখ।