ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির শপথ ও সংবর্ধনা

 

 

 

ফরিদগঞ্জ ব্যুরো

ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নবনির্বাচিত কমিটির শপথ ও নির্বাচন সম্পন্ন হওয়ায় নির্বাচিত কমিটি এবং দীর্ঘ ১৬ বছর পর অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ায় ব্যবসায়ীদের পক্ষ থেকে পৌর মেয়র মাহফুজুল হককে সংবর্ধনা দেয়া হয়েছে।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও পৌর সচিব এ কে এম খোরশেদ আলমের সভাপতিত্বে শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান পৌর মেয়র মো. মাহফুজুল হক।

শপথগ্রহণ শেষে ব্যবসায়ীদের পক্ষ থেকে পৌর মেয়রকে সংবর্ধনা অনুষ্ঠানে বাজার ব্যবসায়ী কমিটির নব-নির্বাচিত সভাপতি মো. ফারুকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, পৌরসভার সচিব একেএম খোরশেদ আলম, চাঁদপুর পৌরসভার কোষাধ্যক্ষ মো. মোছলেহ উদ্দিন, বাজার কমিটির সাবেক আহ্বায়ক অহিদুর রহমান পাটওয়ারী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা রিয়াজ উদ্দিন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী প্রমুখ।

০২ নভেম্বর, ২০২০।