ফরিদগঞ্জ বার্তা পাঠক ফোরাম কেন্দ্রীয় কমিটির মতবিনিময়

রুহুল আমিন খাঁন স্বপন
ঢাকা থেকে প্রকাশিত ফরিদগঞ্জ বার্তার পাঠকদের প্রিয় সংগঠন ‘বার্তা পাঠক ফোরাম’ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে গত ২৯ মে সন্ধ্যায় রাজধানী ঢাকার বৈশাখী রেস্টুরেন্টে সংগঠনের কেন্দ্রীয় কমিটির আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হাবিবুর রহমান।
এসময় ফরিদগঞ্জ বার্তা পাঠক ফোরাম সংগঠনকে আরো গতিশীল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করেন উপস্থিতিরা।
আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ বার্তার সম্পাদক ও প্রকাশক মো.বিল্লাল হোসেন সাগর, সহ-সভাপতি রফিকুল ইসলাম কাঞ্চন, সংগঠনের ক্রীড়া সম্পাদক মো. আবু জাফর, শিক্ষা সম্পাদক তোফাজ্জল হোসেন, আইটি সম্পাদক মো. শরীফুল ইসলাম সুমন, কার্যনির্বাহী কমিটির সদস্য সৈয়দ আনিসুর রশীদ চৌধুরী, মো. সেলিম মিয়া, মো. সাইফুল ইসলাম প্রমুখ।

০২ জুন, ২০২২।