ফরিদগঞ্জ যুবদল নেতা লিটন বেপারীর দাফন সম্পন্ন


রুহুল আমিন খান স্বপন
ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের খাঁড়খাদিয়া গ্রামের বেপারী বাড়ির মো. লিটন বেপারী গত ৩ আগস্ট ভারতের মুম্বাইয়ের শুসরত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। তিনি দুরারোগ্য মরণব্যাধী পাকস্থালীর ক্যান্সারে আক্রান্ত হয়ে মুম্বাইয়ে চিকিৎসার জন্য গিয়েছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। তিনি ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল বুধবার সকাল ১১টায় চান্দ্রা পীরের বাড়ির মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন সম্পন্ন করা হয়।
জানাযায় হাজারো মানুষের উপস্থিতে মরহুমের স্মৃতিচারণ ও সাদা মনের অধিকারী মো. লিটন বেপারী সামাজিক ও পারিবারিক স্মৃতিচারণ করতে গিয়ে তার পরিচিতরা আবেগপ্রবণ হয়ে যান এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
জানাযার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি নাজির হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক ক্বারী মিজানুর রহমান, বালিথুবা পূর্ব ইউনিয়ন বিএনপি নেতা ডা. ওমর ফারুখ, সাংগঠনিক সম্পাদক লিটন হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন পাটওয়ারী, উপজেলা বিএনপির সদস্য মহসিন মোল্লা, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান ফজলু।
এই সময় আরো উপস্থিত ছিলেন পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন ভূঁইয়া, জেলা যুবদলের সদস্য ফারুক খান, সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল ইসলাম, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন মিয়াজী, আতিকুর রহমান বাবলু পাটওয়ারী, যুবদলের সভাপতি জাকির হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক সাগর মজুমদার মেম্বার, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদল সদস্য মো. মামুনুর রশিদ, চান্দ্রা কলেজ ছাত্রদলের সভাপতি মহিন হোসেনসহ গণমাধ্যম কর্মী ও বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিবর্গ।

০৮ আগস্ট, ২০১৯।