ফরিদগঞ্জ লেখক ফোরামের শীতকালীন ক্রীড়া উৎসব সমাপ্ত

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ লেখক ফোরামের শীতকালীন ক্রীড়া উৎসব সম্পন্ন হয়েছে। দিনব্যাপী ক্রীড়া উৎসবের উদ্বোধন করেন ফরিদগঞ্জ এআর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল। গত শুক্রবার বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক কামরুল হাসান সউদ।
ফরিদগঞ্জ লেখক ফোরামের প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক নূরুল ইসলাম ফরহাদের সভাপতিত্বে ও অর্থ বিভাগের পরিচালক শামিম হাসানের উপস্থাপনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাসস’র চাঁদপুর জেলা প্রতিনিধি আব্দুস সালাম আজাদ, চ্যানেল নাইন’র জেলা প্রতিনিধি ও দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি নাছির পাঠান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সদর কাউন্সিলর জাকির হোসেন গাজী, সংগঠনের উপদেষ্টা মোস্তফা কামাল মুকুল।
সকাল ১০টায় শুরু হয়ে একটানা চলে দুপুর ১টা পর্যন্ত। নামাজের বিরতির পর ২টায় চলে মধ্যাহ্ন ভোজ। খাওয়া-দাওয়ার পর শুরু হয় দাবা, লুডু ও ক্যারাম খেলা। বিকালে অনুষ্ঠিত হয় ফুটবল খেলা। কাবাডিতে লেখক ফোরাম এ দল বি দলকে ১২/১১ পয়েন্টে পরাজিত করে। লুডু এককে চ্যাম্পিয়ন হয় রাবেয়া আক্তার, রানারআপ হয় তাহমিনা আক্তার শারমিন। লুডু যৌথে চ্যাম্পিয়ন হয় তাহমিনা আক্তার শারমিন ও কাব্য রাত্রি জুটি আর রানারআপ হয় নূরুল ইসলাম ফরহাদ ও ফাহিম জুটি। ক্যারামে চ্যাম্পিয়ন হয় জাকির হোসেন সৈকত ও আল আমিন জুটি, রানারআপ হয় মহিউদ্দিন ও হাসান জুটি। দাবা খেলায় চ্যাম্পিয়ন হয় শামীম হাসান, রানারআপ হয় জাকির হোসেন সৈকত। ক্রিকেটে লেখক ফোরাম এ দল বি দলকে ৭ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ফুটবলে লেখক ফোরাম এ দল বি দলকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
পরবর্তীতে অতিথিরা বিজয়ী এবং বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। শীতকালীন ক্রীড়া উৎসবের সার্বিক সহযোগিতা করেন সমকাল সুহৃদ সমাবেশ, ফরিদগঞ্জ উপজেলা কমিটি।