ফারুক ভূঁইয়ার ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মিলাদ ও দোয়া


প্রেস বিজ্ঞপ্তি
চাঁদপুর পৌর যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, নতুনবাজার ক্রীড়াচক্রের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও নতুন বাজার বিশিষ্ট ব্যবসায়ী ফারুক ভূঁইয়ার আজ তৃতীয় মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে চাঁদপুর জেলা ছাত্রদল নেতা শফিউদ্দিন বাবলুর উদ্যোগে মিলাদ, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দক্ষিণ গুণরাজদী সাতানি পাটোয়ারী বাড়ি জামে মসজিদে বাদজুমা দোয়া অনুষ্ঠিত হবে।
মরহুমের পরিবার দোয়া অনুষ্ঠানে সকল দলীয় নেতাকর্মী ও ব্যবসায়ীদের উপস্থিত থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনা চেয়েছেন তার পরিবারের সদস্যবৃন্দ। পারিবারিকভাবে তার রুহের মাগফিরাত কামনা করে বাদ আছর ফাতেহা পাঠ, কোরআন খতম এবং কবরস্থানে মরহুমের কবর জিয়ারত মোনাজাত অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, মরহুম ফারুক ভূঁইয়া ২০১৬ সালের ৯ আগস্ট হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।

০৯ আগস্ট, ২০১৯।