ফিলিস্তিন সংকট সমাধানে বিশ্ব জনমত তৈরীর উদ্যোগ নিতে সরকারের প্রতি অনুরোধ
স্টাফ রিপোর্টার
ফিলিস্তিনে মুসলমানদের উপর বর্বর ইসরাইলের হামলা ও হত্যার প্রতিবাদে চাঁদপুরে মজলিসুল ওয়ায়েজীনের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ অক্টোবর) বিকেলে শহরের শপথ চত্বরে বাংলাদেশের আলেম-ওলামা-পীরমাশায়েখ ও ওয়ায়েজদের অরাজনৈতিক সংগঠন মাজলিসুল ওয়ায়েজীন বাংলাদেশের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরাজীকান্দি উয়েসিয়া দরবার শরীফের পীর আল্লামা শায়খ সাইয়্যেদ মাসউদ আহমেদ বোরহানি।
বাগাদি দরবার শরীফের পীরজাদা মাহফুজ উল্যাহ ইউসূফীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মদনা দরবার শরীফের পীরজাদা মুফতি শাহ কাউসার আহমেদ, হাফেজ মাও. মুফতী মহিউদ্দিন সালেহী, হাফেজ মাও. মুসলেহ উদ্দিন সালেহী, শিদলাই দরবারের পীর রুহুল আমিন সালেহী।
মাও. আমিনুল ইসলাম সালেহীর পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন মাও. মামুনুর রশিদ খাঁন নুরী, কাজী মাও. ওয়ালীউল্লাহ ভূঁইয়া, মাও. মুফতী বাকী বিল্লাহ, মাও. আনোয়ার হোসেন আল কাদেরী, মাও. নেয়ামত উল্যাহ আল কাদেরী, মাও. মহিউদ্দিন বিন ইসমাইল, অধ্যক্ষ মাও. কাজী ইসমাইল বিন কাসেম, অধ্যক্ষ মাও. ওমর ফারুক, মাও. আশিকুর রহমান চিশতী, মাও. বেলাল হুসাইন চিশতীসহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, স¤প্রতি ফিলিস্তিনিদের প্রতিরোধ অভিযানে আমরা সংহতি ও সমর্থন জানাই। মাজলিসুল ওয়ায়েজীন মনে করে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আন্তর্জাতিক স¤প্রদায়কে ফিলিস্তিন ইস্যুতে পাশে থাকা দরকার। নিরপরাধ ফিলিস্তিনিদের প্রাণহানিতে আধুনিক বিশ্বের নীরবতায় সমবেদনা জানাই। পাশাপাশি আন্তর্জাতিক স¤প্রদায়কে ইহুদিবাদীদের দ্বারা ফিলিস্তিন ভূমির দীর্ঘ সময়ের দখলকে যুক্তি ও প্রজ্ঞার সঙ্গে দেখার দাবি জানাই। এটি ইতিহাসে কলঙ্কজনক।
বক্তারা আরো বলেন, ফিলিস্তিন ও আকসা আমাদের সমগ্র মুসলিম উম্মাহর আবেগের জায়গা। সুতরাং অবিলম্বে এ হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। না হলে ইসরাইলকে এর চরম মাশুল দিতে হবে। আল আকসা ও ফিলিস্তিন আমাদের মুসলমানদের, এতে কারো অংশিদারিত্ব নেই। সুতরাং কোন অমুলক দাবি নিয়ে আল আকসার সম্মানহানি ও ফিলিস্তিনিদের উপর হত্যাযজ্ঞ অব্যাহত রাখলে এর কঠিন জবাব দেয়া হবে।
বক্তারা বলেন, আল আকসার পবিত্রতা রক্ষা ও ফিলিস্তিনিদের অধিকার আদায়ে বিশ্বের প্রতিটি কন্ঠে আওয়াজ উঠুক ফিলিস্তিন জিন্দাবাদ দখলদার ইসরাইল নিপাত যাক। এখনি সময় এসেছে মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ হওয়ার তাই আসুন ফিলিস্তিনের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ নেই। ইসরা ও মীরাজের সুতিকাগার আল আকসা ও ইসলামের ইতিহাসের গুরুত্বপুর্ণ ঘটনার স্বাক্ষী ফিলিস্তিনের স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরিয়ে দিতে হবে। আল আকসা আমাদের প্রথম কিবলা কাবাতুল মুশাররফার ইজ্জত রক্ষায় যেভাবে আবাবিল এসেছিল ঠিক বর্তমানেও যদি প্রয়োজন হয় আল আকসার ইজ্জত রক্ষায় সমস্ত বিশ্বের মুসলমান আবাবিলের ভূমিকায় ঝাপিয়ে পড়বে। ৫৭টি মুসলিম রাষ্ট্র যদি এক্যবদ্ধ হয় জেরুজালেম ইসরাইলের রাজধানী নয় কবরস্থানে পরিণত হবে ইনশাআল্লাহ।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে চাঁদপুরের বিভন্ন উপজেলা থেকে আগম ইমাম ওলামা, মাদ্রাসা শিক্ষার্থী ও সাধারণ মুসল্লিরা ফিলিস্তিনিদের জন্য দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
২২ অক্টোবর, ২০২৩।