সাহেদ হোসেন দিপু
ফেনীর মহিপালে সড়ক দুর্ঘটনায় হাইমচরের নারায়ন ঘোষ (৫২) নিহত হয়েছেন। নিহত নারায়ন উপজেলার আলগী দক্ষিণ ইউনিয়নের পশ্চিমচর কৃষ্ণপুর গ্রামের রসরাজ ঘোষের ছেলে। তিনি বর্তমানে ফেনীর চাটখিল উপজেলায় তার পরিবার নিয়ে বসবাস করেন।
শনিবার (১০ এপ্রিল) ভোরে একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যায়। ঐ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর ঘটনাটি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে পিবিআই সদস্যরা গিয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে লাশের পরিচয় নিশ্চিত করেন। ঘটনাটি হাইমচর থানাকে জানালে নিহত পরিবারের কাছে মৃত্যু সংবাদ প্রেরণ করে পুলিশ।
এ বিষয়ে হাইমচর থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লাহ জানান, পিবিআই’র মাধ্যমে আমি জানতে পারি হাইমচরের নারায়ন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তাৎক্ষনিক নিহতের পরিবারের কাছে মৃত্যুর সংবাদটি জানানো হয়। নিহত নারায়ন ঘোষ পশ্চিমচর কৃষ্ণপুর গ্রামে বসবাস করতেন। পরবর্তীতে তিনি পরিবার নিয়ে ফেনীর চাটখিল উপজেলায় বাসা ভাড়া নিয়ে চলে যান।
১১ এপ্রিল, ২০২১।