স্টাফ রিপোর্টার
চাঁদপুরে নিউজ পোর্টাল ফোকাস্ মোহনার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ব্যাপক সাংবাদিকদের উপস্থিতির মাধ্যমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চাঁদপুর শহরের প্রেসক্লাবের ২য় তলায় অবস্থিত এলিট চাইনিজ রেস্তোরাঁয় এ আলোচনা ও কেক কাটার অনুষ্ঠান উপভোগ করেন অনুষ্ঠানে আসা সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে সংবাদ পরিবেশন করে আসছে অনলাইন নিউজ পোর্টাল ফোকাস মোহনা। আমি চাঁদপুরে যোগদানের পর থেকেই এই পত্রিকার সাথে পরিচিত। বিশেষ করে সরকারি উদ্যোগ ও আয়োজনের সংবাদগুলো এই পোর্টালে খুবই গুরুত্ব সহকারে প্রকাশ করছে। করোনা পরিস্থিতিতে আমাদের সংবাদ ও ভিডিও গুলো প্রচারেও ভূমিকা রেখেছেন। ফোকাস মোহনা.কম’র তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে প্রথম পর্বে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ফোকাস্ মোহনার প্রধান উপদেষ্টা সাংবাদিক গোলাম কিবরিয়া জীবনের সভাপতিত্বে এবং ফোকাস্ মোহনার সম্পাদক মুহাম্মদ মাসুদ আলমের পরিচালনায় অনুষ্ঠানের সকালের পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লা আল মাহমুদ জামান।
বিকেলের পর্বে চাঁদপুরের কৃতী সন্তান বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী, চাঁদপুর সদর উপজেলার মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও ফোকাস মোহনা.কম’র উপদেষ্টা কামরুজ্জামান সোহাইল বলেন, অনলাইন নিউজ পোর্টাল ফোকাস মোহনা.কম হবে চাঁদপুরের গণমাধ্যমের মধ্যে ব্র্যান্ডিং। তবে এই পত্রিকাটিকে ব্র্যান্ডিং করার জন্য আগামিতে আমার প্রচেষ্টা থাকবে। তবে আপনারা যারা জড়িত রয়েছেন তাদের আরো সহযোগিতা লাগবে। সবার সম্মিলিত প্রচেষ্ট থাকলে আমরা ভাল কিছু করতে পারবো। উপদেষ্টা কামরুজ্জামান অনুষ্ঠানস্থলে আসলে তাকে ফোকাস মোহনা পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপদেষ্টা দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি, চাঁদপুর প্রেসক্লাবের সাহিত্য প্রকাশনা ও লাইব্রেরী সম্পাদক সাংবাদিক মোহাম্মদ শওকত আলী ও সাপ্তাহিক আমাদের অঙ্গীকারের সম্পাদক ও প্রকাশক শরীফ মো. আশরাফুল হক। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক চাঁদপুর কাগজের সম্পাদক ও প্রকাশক মুনাওয়ার কানন, কবি রফিকুজ্জামান রণি, সাংবাদিক মাজহারুল ইসলাম অনিক ও প্রবাসী মো. আমিন বেপারী।
ফোকাস মোহনা পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মো. মিজানুর রহমান, মো. মহিউদ্দিন আল আজাদ, অ্যাড. ইয়াছিন ইকরাম, শেখ আল মামুন, সহ-সম্পাদক শাহরিয়া পলাশ, সহ-সম্পাদক মহসীন হোসাইন, চীফ রিপোর্টার মো. বাবু আলম, স্পেশাল করেসপন্ডেন্ট মো. বারাকাত উল্যাহ পাটওয়ারী, মতলব উত্তর করেসপন্ডেন্ট আরাফাত আল আমিন, ফরিদগঞ্জ করেসপন্ডেন্ট মোহাম্মদ মাছুম আলম তালুকদার।
২৯ মার্চ, ২০২১।