চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী সারা জেলার মানুষকে নিয়ে উদযাপন করবে চাঁদপুর জেলা পরিষদ। বর্তমান পরিষদের সৌভাগ্য যে আমরা এই বিরল উৎসব উদযাপনের সুযোগ পেয়েছি। আমাদের লক্ষ্য থাকবে, আগামি অর্থবছরে আরো বেশি উন্নয়ন, জনকল্যাণ ও জনসেবায় নিজেদের আত্মনিয়োগ করা। পাশাপাশি বর্তমান সরকারের অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল যে যুগান্তকারী বাজেট উপহার দিয়েছেন সেজন্য সরকার প্রধান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রীকে চাঁদপুর জেলাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আশা করি, প্রান্তিক মানুষের উন্নয়ন ও কল্যাণে এবং গ্রামীণ জনপদকে শহরে রূপদানে সরকারি অর্থ সহায়তা বাড়িয়ে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরো শক্তিশালী করা হবে। তিনি গতকাল সোমবার সকালে চাঁদপুর জেলা পরিষদের মাসিক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা পরিষদ সচিব প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল মান্নানের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন সহকারী প্রকৌশলী আবদুল হালিম, উপ-সহকারী প্রকৌশলী ইকবাল হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ জাহাঙ্গীর মাস্টার, প্যানেল চেয়ারম্যান-৩ রওনক আরা রত্না, জেলা পরিষদ সদস্য মো. আল-আমিন ফরাজী, নূরুল ইসলাম পাটওয়ারী, মো. মুকবুল হোসেন মিয়াজী, রফিক আহমেদ তালুকদার, নারী সদস্য ইয়াছমিন, জোবেদা বেগম খুশি প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (চ.দা.) শেখ মহিউদ্দিন রাসেল, প্রধান সহকারী মো. মজিবুর রহমান, একাউনটেন্ট ইকবাল হোসেন, সার্ভেয়ার নাছির উদ্দিনসহ জেলা পরিষদের বিভিন্ন শাখার প্রধান।
- Home
- প্রথম পাতা
- বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী জেলার সব মানুষকে নিয়ে উদযাপন করবে চাঁদপুর জেলা পরিষদ