বঙ্গবন্ধুর ভাষণ ‘বিশ্ব ঐতিহ্য’ শীর্ষক প্রদর্শনী অনুষ্ঠানে ডা. দীপু মনি এমপি বঙ্গবন্ধুর ভাষণ হাজার বছরের শ্রেষ্ঠ ঐতিহ্য

বি রিলেটেড টু অডিও ভিজ্যুয়াল এডুকেশন (ব্রেইভ) এর উদ্যোগে ‘বঙ্গবন্ধু’র ভাষণ বিশ্ব ঐতিহ্য’ শীর্ষক প্রদর্শনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপিসহ অতিথিরা। -ইল্শেপাড়

স্টাফ রিপোর্টার :
বি রিলেটেড টু অডিও ভিজ্যুয়াল এডুকেশন (ব্রেইভ) এর উদ্যোগে ‘বঙ্গবন্ধু’র ভাষণ বিশ্ব ঐতিহ্য’ শীর্ষক প্রদর্শনীর আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় চাঁদপুর পুরাণবাজার ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি।
তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘মুক্তিযুদ্ধের সব আয়োজন সংঘটিত হয়েছিল এই ভাষণে’। এই ভাষণটি আড়াই হাজার বছরের মধ্যে শ্রেষ্ঠ ভাষণ এবং ইউনেস্কো কর্তৃক যে কয়টি প্রামাণ্য ঐতিহ্য ঘোষণা করা হয়েছে। সেখানে একমাত্র ভাষণ হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ। এই শ্রেষ্ঠ সম্পদ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রদর্শনের ব্যবস্থা করেছে ব্রেইভ। এই ভাষণ ধারাবাহিক প্রদর্শনের আয়োজন করায় তিনি বি রিলেটেড টু অডিও ভিজ্যুয়াল এডুকেশন (ব্রেইভ) নামক সংগঠনটিকে ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার এবং চাঁদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক এবং ব্রেইভ প্রতিষ্ঠাতা রূপক রায়। অনুষ্ঠানে চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এমএ মতিন মিয়া, উপাধ্যক্ষ মো. মাসুদুর রহমান, পুরাণবাজার ডিগ্রি কলেজের গভর্র্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষকম-লী, আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রায় ৫শ’ শিক্ষার্থীর উপস্থিতিতে অনুষ্ঠানে বঙ্গবন্ধু’র ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের উপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু’র ভাষণের ভিত্তিতে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় ৫জন শিক্ষার্থীকে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডা. দীপু মনি এমপি।