স্টাফ রিপোর্টার
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ। গত ২৫ আগস্ট দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সমাধিসৌধের সামনে দাঁড়িয়ে জাতির পিতাসহ পরিবারের নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে তার সমাধিসৌধে চাঁদপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। প্রেসক্লাব নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর কবর জিয়ারত শেষে গ্রন্থাগার ও জাদুঘর, মসজিদসহ আশপাশের বিভিন্ন স্থান ঘুরে ঘুরে দেখেন।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শহীদ পাটওয়ারী, সহ-সভাপতি গিয়াস উদ্দিন মিলন, রহিম বাদশা ও জি এম শাহিন, সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর, যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, সাংগঠনিক সম্পাদক মো. মোরশেদ আলম, দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান সুমন, ক্রীড়া সম্পাদক অ্যাড. চৌধুরী ইয়াসিন আরাফাত, প্রচার সম্পাদক শাহাদাত হোসেন শান্ত, লাইব্রেরী সম্পাদক হাসান মাহমুদ, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক রিয়াদ ফেরদৌস, সাংস্কৃতিক সম্পাদক হাবিবুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইব্রাহিম রনি, সমাজকল্যাণ সম্পাদক মুনওয়ার কানন, কার্যকরি কমিটির সদস্য কাজী শাহাদাত, গোলাম কিবরিয়া জীবন, শরীফ চৌধুরী, ইকবাল হোসেন পাটওয়ারী, মির্জা জাকির, সদস্য ফারুক আহম্মেদ, ওয়াদুদ রানা, আব্দুস সালাম জুয়েল, তালহা যোবায়ের, এম আর ইসলাম বাবু ও মাজহারুল ইসলাম অনিক।
২৭ আগস্ট, ২০১৯।