মতলব দক্ষিণ ব্যুরো
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আগামি ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপনকল্পে মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় দলীয় কার্যালয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিন সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম, কাজল ভট্টাচার্য্য, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, সাইফুল ইসলাম টিপু, শিক্ষা বিষয়ক সম্পাদক কমল পোদ্দার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাউন্সিলর কিশোর কুমার ঘোষ, শ্রম বিষয়ক সম্পাদক হানিফ চৌধুরী, দপ্তর সম্পাদক মো. ফখরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বাদল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক রতন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অ্যাড. মো. শাহ আলম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রোটা. শ্যামল চন্দ্র দাস, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক দেওয়ান মো. পারভেজ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর সরকার, সাধারণ সম্পাদক যুধিষ্টী শীল, পৌর যুবলীগের সভাপতি মো. সোহাগ সরকার, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, উপাদী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন মেম্বার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহফুজ সরকারসহ নেতৃবৃন্দ।
সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপনের লক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মতলব দক্ষিণে আ.লীগের সভা অনুষ্ঠিত