নারায়ন রবিদাস :
ফরিদগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামাণ্য ঐহিত্য হিসেবে স্বীকৃতি লাভে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি শেষে এআর পাইলট উচ্চ বিদ্যালয়ে
ইউএনও এএইচএম মাহফুজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, ভাইস-চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শহিদুল্ল্যা তপাদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম, ফরিদগঞ্জ এআর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, পৌর প্যানেল মেয়র খলিলুর রহমান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান, সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, উপজেলা যুবলীগের আহ্বায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী, যুগ্ম-আহ্বায়ক হাজি সফিকুর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহবুবুল আলম সোহাগ প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।