বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ইফতার ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ চাঁদপুর জেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার চাঁদপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে তা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাড. আহসান হাবিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবুর পরিচালনায় দোয়া পরিচালনা করেন হাফেজ মো. আতিক উল্যাহ ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. সাইফুল ইসলাম।
ইফতার ও দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন পিপি অ্যাড. আমান উল্লাহ, জিপি অ্যাড. রুহুল আমিন সরকার, সিনিয়র আইনজীবী অ্যাড. ফজলুল হক সরকার, অ্যাড. রুহুল আমিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ অ্যাড. শেখ জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাড. শাহাদাত হোসেন, সাবেক সভাপতি অ্যাড. ইকবাল বিন বাশার, অ্যাড. জহিরুল ইসলাম, অ্যাড. সেলিম আকবার, অ্যাড. আব্দুল লতিফ শেখ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মো. মজিবুর রহমান ভূঁইয়া, অ্যাড. জসিম উদ্দিন ভূঁইয়া (মিঠু), অ্যাড. আব্দুল আল মামুন, অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী, অ্যাড. দেবাশীষ কর মধু, অ্যাড. শাহজাহান মিয়া, অ্যাড. জহির উদ্দিন বাবর, অ্যাড. হেলাল উদ্দিন, অ্যাড. সাইফুদ্দিন বাবুসহ আরো অনেকে।