স্টাফ রিপোর্টার
বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলা শাখার আয়োজনে নতুন কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ একটি হোটেলে নতুন কমিটির সভাপতি মুক্তা পীযুষের সভাপতিত্বে এবং সংগঠনের উপদেষ্টা ডা. পীযুষ কান্তি বড়–য়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মঈনুল হাসান।
সংক্ষিপ্ত বক্তব্য তিনি বলেন, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলা শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি কবি ও গীতাকার পীযুষ কান্তি রায় চৌধুরী দীর্ঘদিন এই সংগঠনের হাল ধরে রেখেছিলেন। তিনি বঙ্গবন্ধুর আদর্শে সৈনিক হয়ে চাঁদপুরে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের মাধ্যমে তরুণ প্রজন্মকে আবৃত্তি শিক্ষা দিয়েছেন। আজ তিনি আমাদের মাঝে নেই। কিন্তু তার হাতের সংস্পর্শের সংগঠনটি রয়েছে। বঙ্গবন্ধু আবৃতি পরিষদ চাঁদপুরে যতদিন থাকবে পীযুষ কান্তি রায় চৌধুরী এই সংগঠনে ততদিন বেঁচে থাকবেন।
এ সময় আরো বক্তব্য রাখেন চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক কাজী শাহাদাত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জীবন কানাই চক্রবর্তী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি রোটারিয়ান অ্যাড. সাঈদুল ইসলাম বাবু, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, পীযুষ কান্তি রায় চৌধুরীর সহধর্মিণী মুক্তা রায় চৌধুরী, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের নতুন কমিটির সাধারণ সম্পাদক মিঠুন বিশ্বাস প্রমুখ।
ইফতার ও দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন কবি ও লেখক মো. তছলিম হোসেন হাওলাদার।
এ সময় আরো উপস্থিত ছিলেন আনন্দ ধ্বনি সংগীতায়নের অধ্যক্ষ রফিক আহমেদ মিন্টু, জেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক সুফী খায়রুল ইসলাম খোকন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী, দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন, রেলওয়ে কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মাহমুদা খানম, নবারুন আদর্শ শিশু শিক্ষা নিকেতনের অধ্যক্ষ ইতু চক্রবর্তী, চাঁদপুর শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক সোমা দত্ত, উদীচী চাঁদপুর জেলা সংসদের সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর, অরুণী সাংস্কৃতিক সংগঠনের সভাপতি সোহেল আহমেদ, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের খায়রুল ইসলামসহ সংগঠনের সদস্যবৃন্দ।
- Home
- প্রথম পাতা
- বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের নতুন কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল