
মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জে ৪৬ তম সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্য সামনে রেখে দিবসটি পালন করা হয়। শনিবার হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা ও সমবায়ের সাম্যের প্রতীক পতাকা উত্তোলন করে দিবসটির শুভ সুচনা করেন।
দিবসটি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম বলেন, টেকসই উন্নয়ন ও উন্নত বাংলাদেশ গঠনে সমবায়ের বিকল্প নেই। সমবায়ের মাধ্যমে একটি জাতির ভাগ্য পরিবর্তন করতে পারে। রাশিয়া, চীন ও আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও সমবায় অনেক শক্তিশালী একটি ব্যবসায়ীক কেন্দ্র। বাংলাদেশেও সমবায় অনেক শক্তিশালী একটি ব্যবসায়ীক কেন্দ্র হিসেবে গড়ে উঠছে। তবে প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে হলে সমবায় আইনে পরিবর্তন আনতে হবে। সমবায়ের আইনে পরিবর্তন আসলে সমবায় ব্যবসার আরো প্রসার ও লাভজনক হবে।
তিনি সমবায় প্রতিষ্ঠা নিয়ে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বাঙালির ভাগ্যোন্নয়নে সমবায় প্রতিষ্ঠা করেছিলেন। যেন বাঙালি ঐক্যবদ্ধভাবে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারে। শুধু তাই নয়, তিনি আলাদা সমবায় মন্ত্রণালয় গঠন করে করেছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, পৌর মেয়র আসম মাহবুব উল আলম লিপন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়ার সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা আলো রানী সাহার উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাইনুদ্দীন ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রোটা. আহসান হাবিব অরুন।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ্ আলী রেজা আশ্রাফী, উপজেলা প্রকৌশলী ফুয়াদ আহসান, রাজারগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ মো. আবদুল হাদী, বাকিলা ইউপি চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান ইউছুফ পাটওয়ারী, বড়কুল পশ্চিম ইউপি চেয়ারম্যান গাজী মো. মনির হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাজি জসিম উদ্দিনসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।