বঙ্গবন্ধু-বঙ্গমাতা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফরিদগঞ্জ ও চাঁদপুর পৌরসভা

খেলায় অংশ নেয়া ও শৃঙ্খলার সাথে খেলাটাই বড় কথা
……..জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ

এস এম সোহেল
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ (বালক/বালিকা) ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ এর ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুন) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় ফাইনাল খেলায় বালকে চ্যাম্পিয়ন হয় ফরিদগঞ্জ উপজেলা দল ও বালিকায় চাঁদপুর পৌরসভা।
টুর্নামেন্টের (বালক) গ্রুপে ফাইনাল খেলায় মুখোমুখি হয় চাঁদপুর পৌরসভা ও ফরিদগঞ্জ উপজেলা দল। এতে চাঁদপুর পৌরসভাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ফরিদগঞ্জ উপজেলা।
অপরদিকে টুর্নামেন্টের (বালিক) গ্রুপে ফাইনাল খেলায় মুখোমুখি হয় চাঁদপুর পৌরসভা ও চাঁদপুর সদর উপজেলা দল। এতে চাঁদপুর পৌরসভা ও চাঁদপুর সদর উপজেলা গোল শূন্য ড্র হয়। পরে ট্রাইব্রেকারে চাঁদপুর পৌরসভা দল চ্যাম্পিয়ন হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি অঞ্জনা খান মজলিশ। তিনি তাঁর বক্তব্যে বলেন, জাতির পিতার পরিবারের অনেক সদস্যই খেলাধুলার সাথে জড়িত ছিলেন। আর আমাদের প্রধানমন্ত্রী তো খেলাধুলার আয়োজন এবং খেলোয়াড়দের জন্য উদার মনে কাজ করছেন। খেলাধুলার মাধ্যমেই শিক্ষার্থীদের আরো এগুতে হবে। চাঁদপুর জেলার ক্লাবগুলোকে খেলোয়াড়দের প্রশিক্ষণসহ সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার ব্যবস্থাগ্রহণ করতে হবে। তাহলে বর্তমান সময়ের সাথে খেলোয়াড়রাও সবকিছুতেই এগিয়ে যাবে।
তিনি আরো বলেন, খেলাধুলা করলে তোমাদের স্বাভাবিক গতি বৃদ্ধি পাবে। আমরা চেষ্টা করবো তোমাদের এ পরিবেশটা গড়ে দিতে। জনপ্রতিনিধিদের প্রতি অনুরোধ করবো প্রত্যেক পাড়া-মহল্লায় যাতে একটি করে খেলার মাঠ তৈরি করে দেয়। এলাকার শিশু-কিশোররা যেন খেলাধুলা করতে পারে। পাড়া-মহল্লার ক্লাবগুলোতে যেন তাদের জন্য পরিবেশ সৃষ্টি করে দেয়া হয়। সুষ্ঠু বিনোদনের মাধ্যমে যেন তারা গড়ে উঠতে পারে। তাহলে তারা মোবাইল ও মাদকাসক্তি থেকে থেকে দূরে থাকবে।
জেলা প্রশাসক আরো বলেন, আজকের খেলায় দেখলাম, বালক-বালিকা সবাই সুন্দর ও শৃঙ্খলভাবে খেলেছে। আমি বিজয়ী এবং বিজিত উভয় দলকে অভিনন্দন জানাই। হার-জিত বড় কথা নয় খেলাতে অংশগ্রহণ করা এবং শৃঙ্খলার সাথে খেলাটাই বড় কথা। হার-জিত থাকবে, তবুও আমাদের এগিয়ে যেতে হবে।
চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু।
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি মো. ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, চাঁদপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জি এস তছলিম, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশীদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভূঁইয়া, চাঁদপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীর হোসেন পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, ফরিদা ইলিয়াছ, অ্যাড. হেলাল হোসাইন, পৌরসভার কাউন্সিলর হাবিবুর রহমান দর্জি, ইউনুছ শোয়েব, মামুনুর রহমান দোলন, আব্দুল মালেক, ইকবাল হোসেন বাবু পাটওয়ারী, কবির চৌধুরী, মোহাম্মদ সোহেল রানা, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নূরনবী নোমানসহ আরো অনেকে।
ফাইনাল খেলায় রেফারির দায়িত্বে ছিলেন মাসুদুর রহমান মাসুম, সেলিম আহমেদ, ওয়াহিদুর রহমান লাবু ও মাসুম বেপারী।

০৫ জুন, ২০২১।