
চাঁদপুরের ৩টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ২টি ব্রোঞ্চ পদক অর্জন
স্টাফ রিপোর্টার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় শিশু কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রিয় কমিটির আয়োজনে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ঢাকা তেজগাঁও সরকারি কলেজ মিলনায়তনে দুপুর ১টায় প্রতিযোগিতা শুরু হয়েছে। এই প্রতিযোগিতায় চাঁদপুর জেলা ৩টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ২টি ব্রোঞ্চ পদক পাওয়ার গৌরব অর্জন করে।
নজরুল সংগীতে দিপা রায় চৈতি, একক অভিনয়ে হাবিবা তাসনিম অরিন ও সাধারণ নৃত্যে দোলা দাস দেওয়ান স্বর্ণ পদক পায়। রবীন্দ্র সংগীত প্রতিযোগিতায় রাজনন্দিনী সরকার রৌপ্য পদক পেয়েছে। অন্নপূর্ণা রায় পার্পেল লোক নৃত্যে এবং রবীন্দ্র সংগীতে দিপা রায় চৈতি ব্রোঞ্চ পদক পেয়েছে।
আগামি ২৮ সেপ্টেম্বর জাতির পিতার সমাধি স্থল টুঙ্গিপাড়ায় জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বিজয়ীদের পদকগুলো প্রদান করা হবে। চাঁদপুর জেলায় ৩টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ২টি ব্রোঞ্চ পদক পাওয়ায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাড. বদিউজ্জামান কিরন ও সাধারণ সম্পাদক অ্যাড. আমির উদ্দিন ভূইয়া মন্টু চাঁদপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
২৩ সেপ্টেম্বর, ২০১৯।