প্রেস বিজ্ঞপ্তি
গতকাল রোববার দিনব্যাপী চাঁদপুর প্রেসক্লাবে এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় তারুণ্যের অগ্রদূতের ব্যতিক্রমধর্মী আয়োজন ‘অগ্রদূত উৎসব’। সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন চাঁদপুর সাহিত্য একাডেমীর মহাপরিচালক ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত।
কেককাটা, নাচ, গান, আবৃত্তি, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রদর্শনী, মেহেদী উৎসবসহ নানা জমকালো আয়োজনের ২য় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
দুপুরে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. জিহাদুল কবির। এসময় তিনি বলেন, আজকে তারুণ্যের অগ্রদূত যেভাবে শিশুদের পাশে দাঁড়িয়েছে তা একটি ব্যতিক্রম এবং সাহসী প্রয়াস। কারণ, এখন থেকে মানবিক মূল্যবোধ তৈরিতে যদি নিজদের দাঁড় করানো যায় তাহলে একজন জেলা প্রশাসক, পুলিশ সুপার, শিক্ষক বা সমাজকে এগিয়ে নেওয়ার একজন দক্ষ ব্যক্তিত্ব সৃষ্টি করা অসম্ভব কোনো কাজ নয়।
বক্তব্য শেষে তারুণ্যের অগ্রদূত স্কুলের শিশুদের মিষ্টি খাইয়ে শিক্ষা উপকরণ ও পুরস্কার হাতে তুলে দেন তিনি। তিন পর্বের অনুষ্ঠানগুলোতে সভাপতিত্ব করেন চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ ও তারুণ্যের অগ্রদূতের উপদেষ্টা প্রফেসর অসিত বরণ দাশ, তারুণ্যের অগ্রদূতের উপদেষ্টা লায়ন মাহমুদ হাসান খান ও তারুণ্যের অগ্রদূতের উপদেষ্টা সাংবাদিক ফারুক আহম্মদ।
তারুণ্যের অগ্রদূতের প্রতিষ্ঠাতা সভাপতি ভিভিয়ান ঘোষের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মহসিন শরিফ, রন্টি পোদ্দার, সভাপতি নাদিয়া আক্তার ও সাধারণ সম্পাদক নুরুল কাদের।
নিউজের সাথে ছবি – ০৪
১৫ জুলাই, ২০১৯।