
দেশের স্বাধীনতার ও জনগণের কল্যাণের পক্ষে কাজে বিশ্বাসী
…জমিয়াতে উলমায়ে ইসলাম বাংলাদেশ মহাসচিব
স্টাফ রিপোর্টার
জমিয়াতে উলমায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী বলেছেন, আমরা দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্বের পক্ষে ও দেশের জনগণের কল্যাণে কাজ করছি এবং এভাবে কাজে বিশ্বাসী। আমরা জনগণের জানমাল রক্ষায় কাজ করে যাচ্ছি। জমিয়াতে উলমায়ে ইসলাম বাংলাদেশ দেশের কল্যাণে দেশের বিন্দুমাত্র ক্ষতি হোক সেই কামনা করেনা। আমাদের ইমানের আমল করতে হবে। ইংরেজদের এ দেশ থেকে ইসলামের আন্দোলনের মাধ্যমে এ দেশত্যাগ করতে বাধ্য করেছিল। আমরা দিনের প্রচারে যে কোন মাঠে ময়দানে কাজ করছি। আমরা চেষ্টা করছি আল্লাহ্ দিন কায়েমের জন্য। যতদিন পর্যন্ত কুফরীকামী রাজনীতি চলবে তত দিন এ বিরুদ্ধে আলোচনা করে যাব।
তিনি আরো বলেন, এ দেশের মাটি সোনার চেয়ে খাঁটি। এ মাটি আমরা কাউকে দিব না। আগরতলা বিমানবন্দর সম্প্রসারণের জন্য এক কিলোমিটার জায়গা ভারত চেয়েছে, তার জন্য ১ ইঞ্চি জায়গাও দেওয়া হবে না। আর যদি ষড়যন্ত্র করা হয়, তা’ এ দেশের মানুষ বরদাস্ত করবে না। গতকাল সোমবার বিকেলে চাঁদপুর রোটারী ক্লাব মিলনায়তনে জমিয়াতে উলমায়ে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
চাঁদপুর জেলা শাখার সভাপতি মুফতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন জমিয়াতে উলমায়ে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাও. নাজমুল হাসান কাসেমী।
ছাত্র জমিয়ত চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সাব্বির আহমেদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জমিয়াতে উলামায়ে ইসলাম চাঁদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি তোহা খান, সহ-সভাপতি মাও. সলিম উল্যাহ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ওমর ফারুক বাদশা, ছাত্র জমিয়তের যুগ্ম-সাধারণ সম্পাদক নেয়ামত উল্যাহ, সাংগঠনিক সম্পাদক কাউছার আহমেদ, ছাত্র বিষয়ক সম্পাদক মাঈনুদ্দিন মানিক প্রমুখ।
০৬ আগস্ট, ২০১৯।