বাঁধ নির্মাণের দাবিতে শরীয়তপুরের ডামুড্যায় নদী ভাঙন রোধে মানববন্ধন


মাহবুবুর রহমান, শরীয়তপুর :
শরীয়তপুরের ভয়রা নদীর ভাঙনের কবল থেকে রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার নয়গাঁও গ্রামে আলহাজ আলী আকবর মাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ভয়রা নদীর কূল ঘেষে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণ করেন ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধিসহ স্থানীয়রা।
ডামুড্যার উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের নয়গাঁও গ্রামের মানুষ ভয়রা নদীর ভাঙনের কবলে পরে দিশেহারা হয়ে পড়েছে। নদী ভাঙনের কারণে ডামুড্যার ৫টি গ্রামের অধিকাংশ মানুষ আতঙ্কের মাঝে জীবন-যাপন করছে। আর ভাঙনের হুমকিতে রয়েছে আলহাজ আলী আকবর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নুরজাহান কমিউনিটি ক্লিনিকসহ হাজার হাজার একর ফসলি জমি।
এসময় মানববন্ধনে অংশগ্রহণকারী প্রকৌশলী মো. ছিদ্দিকুর রহমান মাল, ইসলামপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা, ফজলুল হক মাল, দুলাল মাল, বেলায়েদ হোসেন, আশ্রারাব আলী, নাজির মাল বলেন, নয়গাঁও গ্রামে কোন শিক্ষা প্রতিষ্ঠান বা ক্লিনিক নাই। এ গ্রামের ছাত্র-ছাত্রীদের পড়ালেখা, স্বাস্থ্য সেবা এখান থেকে নেয়া হয়। তাই ভাঙন রোধে দ্রুত ব্যবস্থাগ্রহণের দাবি জানান বক্তারা।