বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ঢাকার ধানমন্ডি-৩২ নম্বরে
স্টাফ রিপোর্টার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। রোববার (১০ জানুয়ারি) সকালে ঢাকায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ মো. বেলায়েত হোসেন গাজী বিল্লাল, সাধারণ সম্পাদক এমদাদুল হক ভূঁইয়া, সহ-সভাপতি সাইফুজ্জামান সেতু, কোষাধ্যক্ষ মো. মাসুদ আলম, দপ্তর সচিব গোলাম মোস্তফা ফটিকসহ কেন্দ্রিয় নেতৃবৃন্দ।
১১ জানুয়ারি, ২০২১।