প্রেস বিজ্ঞপ্তি
গত শুক্রবার (২৪ জানুয়ারি) বিকাল ৩টায় চাঁদপুর গণি মডেল উচ্চ বিদ্যালয়ে মো. ওবায়েদুর রহমান সরকার মোহনের সভাপতিত্বে সদর উপজেলার বেসরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঐ সভায় বাংলাদেশ সহকারী প্রধান শিক্ষক সমিতির চাঁদপুর জেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
ঐ কমিটির আহ্বায়ক গণি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. ওবায়েদুর রহমান সরকার মোহন। যুগ্ম-আহ্বায়ক হামানকর্দ্দী পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন ও বালিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. ইকবাল হোসেন। সদস্য পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আলী হোসেন, পুরানবাজার এমএইস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোলাম ছারওয়ার ফেরদৌস, আক্কাস আলী রেলওয়ে একাডেমির শিক্ষক মো. আবুল কাশেম মিয়াজী, সফরমালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. হাসান আলী খান, ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিল্লাল হোসেন, লেডী দেহলভী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সমর কান্তি দাস, লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. বদরুল হক, মৈশাদী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, নুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুলতানা নাজমেআরা এবং পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রেহানা আক্তার তৌহিদা। সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- বাংলাদেশ সহকারী প্রধান শিক্ষক সমিতির চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন
Post navigation


