বাংলা টিভির জেলা প্রতিনিধি মোরশেদ আলম রোকন

প্রেস বিজ্ঞপ্তি
বিশ্বজুড়ে বাংলা স্লোগানে যাত্রা শুরু করা বাংলা টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মোরশেদ আলম রোকন। গত ৯ ফেব্রুয়ারি বাংলা টিভির ন্যাশনাল ডেক্স (ইনচার্জ) এ এইচ এম এ সালাউদ্দিন বাদল এর স্বাক্ষরিত নিয়োগপত্র ও আইডি কার্ড হাতে পেয়েছেন তিনি।
মোরশেদ আলম রোকন দুই যুগ ধরে সাংবাদিকতা পেশার সাথে সম্পৃক্ত। ২০০০ সাল থেকে অদ্যাবদি দৈনিক মানবজমিন পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি এবং দৈনিক চাঁদপুর প্রবাহের সহকারী সম্পাদক পদে কর্মরত। এর আগে তিনি এসটিভি (ইউএস) এর চাঁদপুর জেলা প্রতিনিধি ছিলেন।
এছাড়া সাংবাদিক মোরশেদ আলম রোকন চাঁদপুর প্রেসক্লাবের বর্তমান কার্ষকরি কমিটির সাংঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতা বিষয়ে পিআইবি কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ সার্টিফিকেট লাভ করেছেন।
পেশাগত কাজে দায়িত্ব পালনে সহযোগিতা করার জন্যে মোরশেদ আলম রোকন চাঁদপুর জেলা ও উপজেলার সব সহকর্মী, প্রশাসনের কর্মকর্তাসহ সবার কাছে অনুরোধ জানিয়েছেন।