বাকিলায় দুই শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা উচ্ছেদ

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে উপজেলা প্রশাসন ও সড়ক বিভাগ চাঁদপুরের যৌথ উদ্যোগে এবং দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুই শতাধিক অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে। হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান সোমবার (১১ নভেম্বর) দিনব্যাপী উচ্ছেদ অভিযান পরিচালনা করে বাকিলা বাজার এলাকায় সড়কের পাশের গড়ে ওঠা অবৈধ এসব ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।
সরজমিনে পরিদর্শন করে দেখা যায়, হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের উপর বাকিলা বাজারটির অবস্থান। দীর্ঘদিন ধরে বাজারের দুই পাশে সড়ক ও জনপথের (সওজ) ভূমিতে অবৈধভাবে দখল করে দুই শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা গড়ে ওঠে। এতে করে একদিকে প্রভাবশালী কিছু লোক দোকানঘর ভাড়া দিয়ে আর্থিকভাবে লাভবান হয়েছেন। অপরদিকে বাজারে ঘিঞ্জি ও বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়।
সরকারি ভূমিতে গড়ে ওঠা এসব ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করে উপজেলা প্রশাসন ও সড়ক বিভাগ চাঁদপুর। সোমবার যৌথবাহিনীর (সেনাবাহিনী ও পুলিশ) সহযোগিতায় দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনা করে অবৈধভাবে গড়ে ওঠা দুই শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্যে বিএনপির দু’টি ও ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়টিও গুঁড়িয়ে দেয়া হয়।
এছাড়া পশ্চিম বাজারে সওজের জমিতে গড়ে তোলা জেলা পরিষদের দু’টি যাত্রী ছাউনি কাম মার্কেট অপসারণে কর্তৃপক্ষকে সময় বেঁধে দেয়া হয়। অভিযান শেষে উচ্ছেদকৃত মালামাল নিলামে বিক্রি এবং তাৎক্ষনিক নিলাম গ্রহীতাকে মালামাল বুঝিয়ে নিলামকৃত অর্থ আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমার নিদের্শনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান। উচ্ছেদ কার্যক্রমে স্থানীয়ভাবে সহযোগিতায় ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন।
এদিকে বাকিলার স্থানীয় বাসিন্দারা জানান, এর আগেও চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের বাকিলা বাজার এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। কিন্তু কয়েকদিন পরে আবারও সড়কের এই জায়গা অবৈধভাবে দুই পাশ দখল হয়ে যায়। উচ্ছেদ করে সরকারের যে অর্থ ও সময় ব্যয় হয় সেটির ফলাফল আর পাওয়া যায় না।
তারা আরও জানান, উচ্ছেদ অভিযান টের পেয়ে অবৈধ দখলে থাকা কিছু ব্যবসায়ী গতকাল রাতে ও আজ সকালে তাদের স্থাপনা ভেঙে ব্যবসা প্রতিষ্ঠান ও মালামাল সরিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে সওজ সড়ক উপ-বিভাগ চাঁদপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) ওয়াছিউদ্দিন আহমেদ জানান, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারে সড়কের জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে সড়কের দুই পাশে গড়ে উঠা প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। পর্যায়ক্রমে অন্যস্থানেও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল বলেন, জেলা প্রসাশক মহোদয়ের নির্দেশনায় সরকারি সম্পত্তিতে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার পৌরসভাধীন আলীগঞ্জ ও কংগাইশ এলাকায় অর্ধ-শতাধিক এবং সোমবার বাকিলা বাজার এলাকায় দুই শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।

১২ নভেম্বর, ২০২৪।