হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জের বাকিলায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের (এমএস ট্রেড ইন্টারন্যাশনাল) উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে বাকিলা বাজারে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এ এজেন্ট ব্যাংকের উদ্বোধন করেন ব্যাংকের কুমিল্লা জোন প্রধান মো. মোশাররফ হোসেন।
তিনি বলেন, দক্ষিণ এশিয়ার প্রথম ইসলামী ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। যা বাংলাদেশের ইসলামী ব্যাংকিং ধারার পথিকৃৎ। ব্যাংকিং সেবাকে জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিতে, প্রত্যন্ত অঞ্চলগুলোতে শাখা এবং এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে ইসলামী ব্যাংক। এ এজেন্ট ব্যাংক হচ্ছে, ওই অঞ্চলের শাখা ব্যাংকের উপ-শাখা। সুতরাং এখানে ব্যাংকের সবধরনের সেবা পাওয়া যাবে।
ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দিক-নির্দেশনা দিয়ে প্রধান অতিথির বক্তব্যে মো. মোশাররফ হোসেন আরো বলেন, মানুষের আস্থা ও ভালোবাসায় এবং সেবা প্রদানে দেশের বেসরকারি ব্যাংকিং খাতে সবচেয়ে বড় ভূমিকা পালন করছি আমরা। সুতরাং সেবা প্রদানে কোন ধরনের বিচ্যুতি এবং অভিযোগ বরদাস্ত করা হবে না।
ব্যাংকের হাজীগঞ্জ শাখা প্রধান মো. শহীদ আহমদের সভাপতিত্বে এবং কুমিল্লা জোনাল অফিসের কর্মকর্তা মো. শাহেদ আলমের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাকিলা ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাও. ওমর ফারুক, সালেহ আবাদ এমএন ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাও. ছগীর হোসাইন, বাকিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম.এ নাফের শাহ ও মিজানুর রহমান মিলন প্রমুখ।
এজেন্ট ব্যাংকের স্বত্বাধিকারী মো. আবু সাঈদের সার্বিক ব্যবস্থাপনায় ও তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য শেষে দেশ ও জাতির কল্যাণ এবং ব্যাংকের সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের সভাপতি মো. শহীদ আহমদ। এরপর ফিতা কেটে এজেন্ট ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি মো. মোশাররফ হোসেন।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন ইসলামী ব্যাংকের হাজীগঞ্জ শাখার কর্মকর্তা মো. আব্দুল আজিজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান, উচ্চগাঁ দাখিল মাদরাসার সুপার মাও. আবু তাহের, ঢাকা ন্যাশনাল ট্রাভেলস্রে ব্যবস্থাপনা পরিচালক মো. শাহআলম চৌধুরী, বাকিলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবু জাফর পাঠান।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাকিলা বাজারের শেখ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত এ এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের পরিদর্শন করেন অতিথিবৃন্দ। এ সময় অতিথিবৃন্দ এবং বাকিলা বাজারসহ তৎসংলগ্ন এলাকার বিভিন্ন বাজার থেকে আগত ব্যবসায়ী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
১০ সেপ্টেম্বর, ২০১৯।