বাকিলায় মহিলা আ’লীগের কর্মীসভা

 

হাজীগঞ্জের বাকিলা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের নব-নির্বাচিত কার্যকরি কমিটির সদস্যদের সাথে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাইনুদ্দিনসহ নেতৃবৃন্দ। – ইলশেপাড়

সর্বক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ছাড়া কাক্সিক্ষত উন্নয়ন সম্ভব নয় :  মেজর রফিক
এসএম চিশতী :
হাজীগঞ্জে বাকিলা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ইউনিয়ন পরিষদ কার্যালয় মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম।
তিনি তাঁর বক্তব্যে বলেন, সর্বক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ছাড়া দেশের কাক্সিক্ষত উন্নয়ন সম্ভব নয়। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন ২১ ও ৪১ বাস্তবায়নে নারী ও পুরুষের সমান ভূমিকা রাখতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভিশন ২১ বাস্তবায়নের দ্বারপ্রান্তে আমরা চলে এসেছি।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সু-যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিশন ৪১ বাস্তবায়নে সকল ক্ষেত্র তৈরি করে দিয়ে যাচ্ছেন। আগামি প্রজন্মকে তা বাস্তবায়ন করতে হবে। এ জন্য নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করে তাদের সু-শিক্ষায় শিক্ষিত করে তোলতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাইনুদ্দিন। বক্তব্য শেষে তিনি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের নব-নির্বাচিত কার্যকরি কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি হিসেবে মোসাম্মৎ সেলিনা বেগম, সহ-সভাপতি তাছলিমা বেগম, সিনিয়র সহ-সভাপতি হামিদা আখন্দ, সাধারণ সম্পাদক জাকিয়া আক্তার মুক্তা, যুগ্ম সাধারণ সম্পাদক মমতা রানী, সাংগঠনিক সম্পাদক জাহেদা বেগম ও জান্নাতুল ফেরদাউস মুক্তার নাম ঘোষণা করা হয়।
স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউছুফ পাটওয়ারীর সভাপতিত্বে কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলী আশ্রাফ দুলাল, সহ-সভাপতি আনোয়ারুল হক হেলাল, আলহাজ সেলিম মিয়া, অর্থ-সম্পাদক আশফাকুল আলম চৌধুরী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু তালেব লিটন, রাজারগাঁও ইউপির চেয়ারম্যান আলহাজ আব্দুল হাদী মিয়া।
ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম অরুনের পরিচালনায় স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য বিল্লাল হোসেন মজুমদার, ইউপি সদস্য আবুল বাশার, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম গাজী। এ সময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং স্থানীয় মহিলা আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।