বাকিলায় রাতের আঁধারে সাড়ে ৬ লাখ টাকার সয়াবিন তেল চুরি

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জের বাকিলায় রাতের আঁধারে ২২টি ব্যারেলে প্রায় সাড়ে চার হাজার লিটার সয়াবিন তেল চুরি হয়েছে। গত বৃহস্পতিবার (২৬ আগস্ট) দিবাগত রাতের কোন এক সময়ে উপজেলার বাকিলা ইউনিয়নের চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাকিলা বাজারে এই চুরির ঘটনা ঘটে। এতে করে প্রায় সাড়ে ৬ লাখ টাকার ক্ষতি হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বাকিলা বাজারের সাত্তার স্টোরের স্বত্বাধিকারী মামুন মিজি। তিনি মুদি ব্যবসার সাথে সয়াবিন তেল পাইকারি ও খুচরা বিক্রি করেন। এদিকে চুরির খবর পেয়ে শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বাজারের ৩ নৈশপ্রহরীকে জিজ্ঞাসাবাদ করে।
খোঁজ নিয়ে জানা গেছে, বাকিলা মধ্য বাজারের মুদি মালামালের ব্যবসায়ী মামুন ২২ ব্যারেল সয়াবিন তেল চট্টগ্রাম থেকে কিনে আনেন। এই তেল তিনি বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে ট্রাক থেকে আনলোড করে রাতেই বাড়িতে চলে যান। এরপর শুক্রবার সকালে তিনি দোকানে এসে দেখেন তেল নেই।
এদিকে বাজারে ব্যবসায়ীরা বাজারের পাহারাদের দোষারোপ করছেন। কারণ হিসাবে নাম প্রকাশে অনিচ্ছুক ব্যবসায়ীরা বলেন, এতো তেল ট্রাকযোগে ছাড়া চুরি করা সম্ভব নয়। আর ট্রাকে ২২ ব্যারেল সয়াবিন তেল লোড করতে অন্ততপক্ষে এক ঘণ্টা সময় লাগার কথা। এতো সময় পাহারাদাররা কোথায় ছিলেন..?
আবার অনেকের ধারণা, যে ট্রাকে করে চট্টগ্রাম থেকে তেল আনা হয়েছে, সেই ট্রাকে করে তেল চুরি হতে পারে। অর্থাৎ ট্রাকের চালক ও হেলপার এই চুরির সাথে জড়িত থাকতে থাকতে পারে বলে অনেকের ধারণা।
এ বিষয়ে বাকিলা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর পাটোয়ারী জানান, ঘটনার পর বাজারের পাহারাদার ৩ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর মধ্য দু’জন একটু অসংলগ্ন কথা-বার্তা বলছেন।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী অভিযোগ দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
২৯ আগস্ট, ২০২১।