বাকিলা উবিতে পলেস্তার ধসে ৩ ছাত্রী আহত

ঝুঁকিপূর্ণ ভবনে নিয়মিত পাঠদান, বড় ধরনের দুর্ঘটনার আশংকা

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের বাকিলা উচ্চ বিদ্যালয়ের পুরাতন ভবনের ভীমের পলেস্তার ধসে পড়ে ৩ ছাত্রী গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (১৭ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পরেই ঐ ভবন থেকে সকল শ্রেণি কার্যক্রম সরিয়ে নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ।
আহত ছাত্রীদের উদ্ধার করে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিজ নিজ বাড়িতে পাঠানো হয়েছে। আহত ছাত্রীরা হলেন- ওই বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার, চৈতি কর্মকার ও নিশি দাস।
বিদ্যালয়ের শ্রেণি শিক্ষক নুরুল আমিন জানান, ক্লাশ চলাকালীন সময় হঠাৎ করে শ্রেণিকক্ষের মাঝের একটি ভীমের ভারী পলেস্তার ধসে পড়ে। এতে করে সুমাইয়া আক্তার নামের এক ছাত্রী গুরুতর আহত এবং চৈতি কর্মকার ও নিশি দাস নামের অপর দুই ছাত্রী সামান্য আঘাত পায়।
তিনি বলেন, পরে আহত ছাত্রীদের চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে এবং ঘটনার পর-পর ঐ ভবনের সব ক্লাশ অন্য ভবনে স্থানান্তর করা হয়েছে।
এদিকে বিদ্যালয়ের পুরাতন একতলা এই ভবনটি দীর্ঘদিন ধরে ব্যবহারের অনুপযোগী হলেও বিদ্যালয় কর্তৃপক্ষ নিয়মিত শ্রেণি কার্যক্রম পরিচালনা করে আসছেন। মঙ্গলবার যেভাবে পলেস্তার ধসে পড়েছে, এতে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে শিক্ষার্থীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলায় এই দুর্ঘটনা। তারা ঝুঁকিপূর্ণ এই ভবনে নিয়মিত পাঠদান করে আসছেন। এতে বড় ধরনের দুর্ঘটনার আংশকা রয়েছে। তাই বিষয়টি সমাধানে তারা স্থানীয় সাংসদ, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অমর কৃষ্ণ শীল জানান, শ্রেণিকক্ষের অভাবে পুরাতন ভবনে ক্লাস নেওয়া হচ্ছে। তিনি বলেন, বিদ্যালয়ের নতুন ভবনের কাজ আমাদের দুই বছর আগে বুঝিয়ে দেওয়ার কথা। কিন্তু ঠিকাদার কাজ না করায় এবং আমাদের ভবন বুঝিয়ে না দেওয়ার কারণে পুরাতন ভবনে ক্লাশ নিতে বাধ্য হচ্ছি। যার কারণে আজকের এই দুর্ঘটনা ঘটে।

১৮ মে, ২০২২।