স্টাফ রিপোর্টার
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাগাদী ইউনিয়ন পরিষদের হলরুমে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগাদী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন গাজী বিল্লাল।
ইউপি সচিব মহিব্বুল্লাহ্র পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পশ্চিম সকদি মাদানীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুকবুল হোসেন, বাগাদী গণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম কামরুল ইসলাম, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম, পশ্চিম সকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ইসলামপুর গাছতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনেয়ারা, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য বেলায়েত হোসেন বাবুল মিজি, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর খান, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি তারেক আলম, আওয়ামী লীগ নেতা বারেক গাজী, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আজিজ পাঠান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বাগাদী ইউনিয়নের ৪নং ওয়ার্ড সভাপতি আবু তাহের মিজি, ৮নং ওয়ার্ড সভাপতি দেলোয়ার হোসেন মিজি, সাধারণ সম্পাদক সহিদ গাজী, ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, ৩নং ওয়ার্ড সভাপতি মান্নান মিজি, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন রুবেল, সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নূরে আলম খান রিপন, ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি হাফেজ হাছান খান, ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক নজরুল মিজি, আওয়ামী লীগ নেতা মো. জাকির খান, মো. কবির পাটোয়ারী, ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ মহসিন পাটোয়ারী, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকিব, ইউপি সদস্য ইছহাক গাজী, বাগাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম, পশ্চিম সকদি ডিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাম হোসেন, নানুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাম হোসেন, নানুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রতনা, নিজ গাছতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাফছা বেগম, ছোবহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আয়েশা আক্তার, ২নং ওয়ার্ড যুবলীগ সভাপতি রাজু, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মিজান গাজীসহ ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।
সভায় মাসব্যাপী জাতীয় শোক দিবস পালনকল্পে একটি কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন বিল্লাল গাজী। কর্মসূচিগুলো হচ্ছে- সব শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ আগস্ট জাতির জনকের জীবনীর উপর শ্রদ্ধা, ডকুমেন্টারি প্রদর্শনী, মাসব্যাপী কর্মসূচি পর্যায়ক্রমে সব শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও ৩০ আগস্ট জেলা আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
০৭ আগস্ট, ২০১৯।