বাগাদী চৌরাস্তায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের উদ্বোধন


স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার বাগাদী চৌরাস্তা বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ক্রিয়েটিভ এন্টারপ্রাইজ এজেন্ট শাখার উদ্বোধন উপলক্ষে আলোচনা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এর উদ্বোধন করেন ব্যাংকের কুমিল্লা জোন প্রধান মো. মোশাররফ হোসাইন।
ইসলামী ব্যাংকের চাঁদপুর শাখা প্রধান মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন গাজী (বিল্লাল), ইসলামপুর গাছতলা দরবার শরীফের পীর আল্লামা খাজা মো. অলি উল্যাহ, বাগাদী দরবার শরীফের পীর মাওলানা একেএম নেয়ামত উল্যাহ, দৈনিক ইলশেপাড়ের সহকারী সম্পাদক শাহ মো. মাহফুজ উল্যাহ খান ইউসূফী, বাগাদী আহমাদীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রধান শিক্ষক আবু আব্দুল মুহাম্মদ খান, বাগাদী গনি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক এম কামরুল ইসলাম, নানুপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. ইমাম হোসেন, জনতা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম, গাজী এনায়েত উল্ল্যাহ প্রি-ক্যাডেট স্কুল প্রধান শিক্ষক গাজি মো. জোবায়ের হোসেন, বাগাদী দরবারের পীরজাদা আশিকুর আরেফিন খান নাহিদ, সমাজসেবক মো. রিপন খান।
প্রধান অতিথির বক্তব্যে মো. মোশাররফ হোসাইন বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ায় সর্বপ্রথম সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থা চালু করেছে ইসলামী ব্যাংক। গ্রাহকদের আস্থা ও বিশ্বাস আমাদের পথচলাকে বেগবান করছে। তিনি বলেন, ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সব ধরনের ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা রয়েছে। ইউটিলিটি বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন বিল পরিশোধের সুবিধা রয়েছে। সরকার প্রদত্র অবসর ভাতা ও সামাজিক সুবিধা প্রদানসহ ক্ষুদ্র ও কৃষি বিনিয়োগ আবেদন গ্রহণ গ্রামে-গঞ্জের মানুষের সুবিধার্থে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং। ব্যাংকের নিয়োগকৃত এজেন্ট নির্ধারিত এজেন্ট কেন্দ্রের মাধ্যমে ব্যাংকের পক্ষে এই সেবা প্রদান করেন। এটি তথ্যপ্রযুক্তি নির্ভর সহজ ও নিরাপদ ব্যাংকিং সেবা।
ইসলামী ব্যাংক কুমিল্লা জোন অফিসার মো. শাহেদ আলমের পরিচালনায় এসময় স্থানীয় ব্যবসায়ী ও সুধীজন উপস্থিত ছিলেন।

২১ আগস্ট, ২০১৯।