বাগাদী-নানুপুর চৌরাস্তা থেকে ইয়াবাসহ আল-আমিন মিয়াজী আটক

স্টাফ রিপোর্টার :
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগাদী-নানুপুর চৌরাস্তা মোড় ফলের দোকান থেকে ২০ পিস ইয়াবাসহ মো. আল আমিন মিয়াজী (২০) কে আটক করেছে পুলিশ। গত শনিবার রাত আনুমানিক ৮টার দিকে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ সময় পুলিশ তার কাছ থেকে ২০পিস ইয়াবা উদ্ধার করেন। আল-আমিন নানুপুর গ্রামের সেকান্দর মিয়াজী বাড়ির তপু মিয়াজীর ছেলে।
চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, আটক আল-আমিনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার তাকে আদালতে প্রেরণ করা হলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে স্থানীয়রা জানায়, আল-আমিন মিয়াজী চৌরাস্তায় ফলের ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করে আসছে দীর্ঘদিন। এর আগেও সে মাদকসহ পুলিশের কাছে আটক হয়।