স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার বাগাদী নিজ গাছতলা আলহাজ মাও. মো. সালামত উল্ল্যাহ খান (রহ.) ঈদগাহ ময়দানে ঈদুল আজহার জামায়াত হয়েছে। গত সোমবার পবিত্র ঈদুল আজহার জামাতে ইমামতি এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাগাদী দরবার শরীফের পীর মাওলানা একেএম নেয়ামত উল্ল্যা খান।
বাগাদী ঈদগাহ ময়দান কমিটির আয়োজনে ঈদের জামাতে অন্যান্যের মধ্যে অংশ নেন দৈনিক চাঁদপুরজমিনের সম্পাদক ও প্রকাশক মো. রোকনুজ্জামান রোকন, ঈদগাহ ময়দান কমিটির সভাপতি রোটা. মিজানুর রহমান খান, পীরজাদা বরকত উল্লা খান, পীরজাদা মেহেদী হাসান, পীরজাদা জুনায়েদ উল্যাহ খানসহ স্থানীয় এলাকাবাসী।
১৫ আগস্ট, ২০১৯।