বাবুরহাটে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


স্টাফ রিপোর্টার
চাঁদপুর বাবুরহাট বন্ধুমহল ক্লাবের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় বাবুরহাট কলেজ মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল্লাহ মাস্টার। উদ্বোধকের বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জয়েল।
মৈশাদী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন মৃধার পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন, জেলা যুবলীগের সাবেক যুগ্ম-সম্পাদক হারুন-অর-রশীদ হাওলাদার, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবীর সুমন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. শিমুল হাসান শামনু, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. খায়রুল ইসলাম নয়ন, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক পাটোয়ারী, পৌর যুবলীগের সদস্য অ্যাড. মো. কবির চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাসেল আখন্দ, ১৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. শেখ মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মো. আমিন খান, ১৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. কাশেম গাজী।
খেলার আয়োজক কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাবুরহাট বন্ধুমহল ক্লাবের সহ-সভাপতি মো. হোসেন খান ও মো. আবুল কালাম বেপারীসহ অন্যান্যরা।
মিনি ফুটবল টুর্নামেন্টে ৪টি গ্রুপে মোট ২০টি দল অংশগ্রহণ করছে।

০৬ অক্টোবর, ২০১৯।